প্রিন্ট এর তারিখঃ Dec 6, 2025 ইং || প্রকাশের তারিখঃ Dec 2, 2025 ইং
মধুপুরে মডেল মসজিদের নির্মান কাজ উদ্বোধন

দীর্ঘ প্রতিক্ষার পর মধুপুর মডেল মসজিদের নির্মান কাজ শুরু হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে মঙ্গলবার সকালে পিলারের ঢালাই কাজের মাধ্যমে এই কাজের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হেসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুছ সাদাৎ নোমান, মধুপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, গণপূর্ত অধিদপ্তরের উপসহকারি প্রকৌশলী ইমরান হোসেন, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. মনিরুজ্জামান, মধুপুর উপজেলা মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. মোয়াজ্জেম হোসাইন, শহীদ স্মৃতি এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কবীর আহমেদ হিরা প্রমূখ। নির্মান কাজ উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com